ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের হাতে অনিবন্ধিত সিম, করণীয় ঠিক করতে উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গাদের হাতে অনিবন্ধিত সিম, করণীয় ঠিক করতে উদ্যোগ রোহিঙ্গা শরণার্থী (ফাইল ছবি)

ঢাকা: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের হাতে অনিবন্ধিত মোবাইল সিম যাওয়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের হাতে বিভিন্ন অপারেটরের অনিবন্ধিত মোবাইল সিম ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এ বিষয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য সবার সঙ্গে কথা বলার জন্য জাতীয় টেলিকমিনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর সঙ্গে মিটিং আহ্বান করা হয়েছে।
 
অপরাধ ঠেকাতে দেশের প্রায় ১২ কোটি সিম পুনরায় বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে টেলিযোগাযোগ বিভাগ। ওই প্রক্রিয়ার পর অনিবন্ধিত সিম বিক্রি বন্ধ রয়েছে। কিন্তু রোহিঙ্গাদের হাতে অনিবন্ধিত সিম গেলে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
 
টেলিযোগাযোগ বিভাগ জানায়, আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন অপারেটর এবং সংশ্লিষ্টদের ডাকা হয়েছে।
 
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মিটিংয়ের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
 
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।