ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জনগণের টেকসই ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
জনগণের টেকসই ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় শেখ হাসিনা (ফাইল ছবি)

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে: বিশ্ববাসীর টেকসই ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদফতরে ‘এসডিজি অর্থায়নের জন্য নীতি ভিশন তৈরি: এসডিজি খাতে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য সুবিধা বাড়ানো’ বিষয়ক এক শীর্ষ পর্যায়ের সভায় তিনি বক্তৃতা করছিলেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ সভা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ও কানাডা।

 

প্রধানমন্ত্রী বলেন, কীভাবে আমরা একসঙ্গে ভবিষ্যৎ গড়তে অর্থায়ন করতে পারি সেজন্য এখানে আলোচনায় এসেছি।

তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের উদ্ধৃতি দিয়ে বলেন, আঙ্কটাডের তথ্য মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বের প্রতিবছর ৩.৩ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে। এই বিপুল অংকের অর্থ যোগান আমাদের সরকারগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আর্থিক প্রয়োজনে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের জনগণ ও পৃথিবীর জন্য টেকসই ভবিষ্যৎ গড়তে বাণিজ্যিক অবদানকে উৎসাহিত করতে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।