ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় আদালত থেকে ধর্ষণ মামলার আসামির পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
কুমিল্লায় আদালত থেকে ধর্ষণ মামলার আসামির পলায়ন

কুমিল্লা: কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বারান্দা থেকে পালিয়েছেন গণধর্ষণ মামলার আসামি রাকিবুল ইসলাম রাকিব (৩০)।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ট্রাইব্যুনালের বারান্দায় অবস্থানরত পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান রাকিবুল। রাকিবুল কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার নুরুল ইসলামের ছেলে।

তিনি চর্থা এলাকার গণধর্ষণ মামলার আসামি।

সূত্র জানায়, কারাগার থেকে মামলার হাজিরা দিতে রাকিবুলকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনে পুলিশ। বিকেলে হাজিরা শেষে এজলাস থেকে বারান্দায় আনার পর নাক পরিস্কারের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জী বাংলানিউজকে বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে শুনেছি। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।