ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৮৩ শ্রমিক পরিবারের মাঝে অনুদান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বগুড়ায় ৮৩ শ্রমিক পরিবারের মাঝে অনুদান  অনুদানের চেক বিতরণ করছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় দুস্থ-প্রতিবন্ধীসহ ৮৩ শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এতে মোটর শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম।

 

এছাড়া উপস্থিত ছিলেন- জেলা মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন, সদস্য আমিনুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর প্রমাণিক প্রমুখ।
 
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি মৃত, দুস্থ-প্রতিবন্ধীসহ মোট ৮৩ শ্রমিক পরিবারের হাতে এককালিন অনুদানের চেক তুলে দেন।

এর মধ্যে মৃত ৩৪ জন শ্রমিক পরিবারকে ৩০ হাজার এক টাকা করে মোট ১০ লাখ ২০ হাজার ৩৪ টাকা, ৪৮ জন শ্রমিক সদস্যের বিয়ে উপলক্ষে মোট ২ লাখ ৮৮ হাজার ৪৮ টাকা ও প্রতিবন্ধী একজন শ্রমিককে ১৫ হাজার এক টাকা। সর্বমোট ১৩ লাখ ২৩ হাজার ৮৩ টাকার চেক বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।