ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রশাসনের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ধামরাইয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রশাসনের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ১৮০টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান (সেবা) সভাপতিত্বে ধামরাই থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের পাশে মেলার আয়োজন বন্ধের নির্দেশ দেয়া হয়।

পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রিজাউল হক দীপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক। সাভার-ধামরাই-আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খুরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান, ঢাকা উত্তর ডিবির ওসি সায়েদ, ধামরাই থানার ওসি (তদন্ত) মো. আবু সাইয়িদ আল মামুন, ওসি (অপারেশন) মো. জাকারিয়া হোসেন, ধামরাই উপজেলা সম্মিলিত পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী, সদস্য সচিব নন্দ কুমার সেন, কুল্লা ইউপি চেয়ারম্যান কালিপদ সরকার, যাদবপুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের মোল্লা, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান মো. রিজাউল করিম রাজা, বিজয় কুমার সাহা, ডা. শ্যামল সাহা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।