ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
নাটোরে মাদকসেবীর কারাদণ্ড

নাটোর: গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে নাটোরে গৌতম চন্দ্র দাস (৩৪) নামে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এ দণ্ডাদেশ দেন।

গৌতম চন্দ্র দাস শহরের কান্দিভিটা এলাকার মৃত নিরেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান খান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের ভবানীগঞ্জ এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় গৌতমকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে দুই পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গৌতমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তেরর ইন্সপেক্টর মো. আলমঙ্গীর পাশা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।