ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
গাংনীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে রায়হান আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে রাজিবুল হক নামে অপর কিশোর।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সহড়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রায়হান ওই গ্রামের কৃষক আব্দুল মালেকের ছেলে।

আহত রাজিব একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে কাজ করছিল রায়হান ও রাজিবুল। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সন্ধানী হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। রাজিবুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুপুরে গাংনী উপজেলার মালশাদহ গ্রামের মুনছুর আলীর ছেলে রুহুল আমিন মালশাদহ মাঠে স্যালো মেশিন চালানোর সময় বজ্রপাতে আহত হন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।