ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে ভটভটি চাপায় আহত অটোরিকশা যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বেলকুচিতে ভটভটি চাপায় আহত অটোরিকশা যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ভটভটি চাপায় আহত অটোরিকশা যাত্রী নিখিল কর্মকার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে দুপুরে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিখিল কর্মকার সদর উপজেলার বড় সারটিয়া গ্রামের অখিল কর্মকারের ছেলে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা বাংলানিউজক জানান, দুপুরে চালা বাসস্ট্যান্ড এলাকায় একটি ‍অটোরিকশাকে পেছন থেকে একটি ভটভটি ধাক্কা দেয়। এতো অটোরিকশার দুই যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নিখিল কর্মকার মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।