ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজায় হাওর-পাহাড়ি অঞ্চলে কঠোর নিরাপত্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
দুর্গাপূজায় হাওর-পাহাড়ি অঞ্চলে কঠোর নিরাপত্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় দুর্গোৎসবে হাওর ও পাহাড়ি অঞ্চলগুলোতে বাড়তি সতর্কতা রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার জয়দেব চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, পূজার সময় পাহাড়ি অঞ্চলগুলোতে সীমান্ত রক্ষীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

পূজা মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব, আনসার ও সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থা কাজ করবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ হাজারের অধিক সদস্য দুর্গাপূজায় নিরাপত্তা দিবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা বাংলানিউজে জানান, জেলা সদরসহ ১০ উপজেলায় ৪৫৫টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সদরে ১০০টি পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর শহরে রয়েছে ৪৬টি। বাকি ৯ উপজেলার মধ্যে পূর্বধলায় ৪৯, কলমাকান্দায় ৫৪, দুর্গাপুরে ৫৬, আটপাড়ায় ৩৬, বারহাট্টায় ৪৯, মদনে ১৪, কেন্দুয়ায় ৩৯, খালিয়াজুরিতে ২৭ ও মোহনগঞ্জে ৩১টি পূজা অনুষ্ঠিত হবে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা বাংলানিউজে জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুর্গাদেবীর বোধনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।