ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বগুড়া: মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গণেশ দাস, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাংবাদিক নেতা ওয়াসিউর রহমান রতন, হাবিবুর রহমান আকন্দ, এসএম আবু সাঈদ, মাহফুজ মন্ডল, মোস্তফা মোঘল, আব্দুল ওয়াদুদ, আব্দুস সাত্তার, জহুরুল ইসলাম, প্রতিক ওমর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।