ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতীয় কিশোর শোধনাগার থেকে ফেরত এলো দুই কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ভারতীয় কিশোর শোধনাগার থেকে ফেরত এলো দুই কিশোর ভারতীয় কিশোর শোধনাগার থেকে ফেরত এলো দুই কিশোর

দিনাজপুর: ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শিশু শোধনাগারে সাড়ে তিন বছর আটক থাকার পর মো. ইলিয়াস আলী (১৮) ও স্বপন রায় (১৭) নামে দুই বাংলাদেশি ফেরত এসেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে তাদের ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।

ফেরত আসা কিশোর ইলিয়াস কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মনখালি এলাকার সৈয়দ নুর হোসেনের ছেলে ও স্বপন রায় পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার মল্লিকাদহ ধুপুরপাটি গ্রামের ব্রজনাথ রায়ের ছেলে।

আইনি প্রক্রিয়া শেষে ওই দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফতাব আহমেদ জানান, তিন বছর আগে ইলিয়াস ও স্বপন কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু শোধনাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad