ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরাগে সাড়ে ছয়শ’ কচ্ছপ উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
তুরাগে সাড়ে ছয়শ’ কচ্ছপ উদ্ধার, আটক ১

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৬৪০টি বিরল প্রজাতির কচ্ছপ ও একটি কুমিরের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বন্যপ্রাণী পাচারকারী আন্তর্জাতিক চক্রের একজনকে আটক করা হয়েছে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এসব প্রাণী উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার বাংলানিউজকে জানান, এ ঘটনায় বন্যপ্রাণী পাচার চক্রের একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়:  ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসজেএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।