ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পীরগঞ্জে কনের বাড়ির খাবার খেয়ে অবশেষে বরও হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
পীরগঞ্জে কনের বাড়ির খাবার খেয়ে অবশেষে বরও হাসপাতালে

ঠাকুরগাও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কনের বাড়ির খাবার খেয়ে অর্ধশতাধিক বরযাত্রী অসুস্থ হওয়ার পর বর জাহিদুলকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্তরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে শুরু করেন।

খবর পয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। ঘটনাটি নাশকতামূলক কিনা তা যাচাই করতে ওই দিনই তিনি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রধান করে করা কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমাউন কবির, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিরুজ্জামান, পীরগঞ্জে উপজেলার জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবির এবং ইউপি সদস্য মনির উদ্দীন।

জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের সিংগারোল গ্রামের আমিনুল হকের ছেলে জাহিদুলের (২৪) সঙ্গে পাশের রনসিয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আর্জিনা বেগমের (১৯) বিয়ে হয়। বিয়ের দিন কনের বাড়ির খাবার খেয়ে সন্ধ্যায় বাড়ি যায় বরপক্ষ। এরপর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একে একে অর্ধ শতাধিক বরযাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সর্বশেষ বুধবার সকালে বরও অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে বেশিরভাগ বরযাত্রী হাসপাতালে আসেন। বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন বর জাহিদুল ইসলাম। রোগীরা এখন শঙ্কামুক্ত। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

**পীরগঞ্জে দাওয়াত খেয়ে অসুস্থ অর্ধশত বরযাত্রী

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।