ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ৪৭ পূজামণ্ডপে সিসিকের অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সিলেটে ৪৭ পূজামণ্ডপে সিসিকের অনুদান পূজা উদ্‌যাপন কমিটির হাতে অনুদান তুলে দিচ্ছেন মেয়র আরিফুল।/ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটে সিটি করপোরেশন (সিসিক) এলাকার ৮৭ পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিসিক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে অনুদানের টাকা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় পূজামণ্ডপ প্রতিনিধিরা মেয়রের হাত থেকে  অনুদান গ্রহণ করেন।

 

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সব প্রদক্ষেপ নেবে সিসিক। নগরভবনে আলোকসজ্জা, শুভেচ্ছা তোরণ লাগানো হবে নগরজুড়ে। মণ্ডপগুলোতে সিসিকের পক্ষ থেকে পানি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
 
এছাড়া মণ্ডপের আশপাশের এলাকা আলোকিত করতে সার্চলাইট লাগানো ও পূজা চলাকালীন পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন তিনি।  

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, দমকলবাহিনী সিলেটের উপ-পরিচালক এ বি এম ফেরদৌস, কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. রাজিক মিয়া, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, সালেহা কবির শেপী, আমেনা বেগম রুমি, দিবা রানী দে, সিসিক সচিব বদরুল হক, কনজারভেটিভ অফিসার হানিফুর রহমান, নিবার্হী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম প্রমুখ।

বাংলাদেশ  সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।