ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া: মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কচুবাড়ীয়া এলাকায় কচুবাড়ীয়া যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিমতলা কলেজের শিক্ষক রুহুল আমীন, বশির আহম্মেদ, মোস্তফা রায়হান, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন সোহেল রানা, পিয়াল আহম্মেদ, তৌফিক আহম্মেদ, সবুজ আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।