ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে অপদ্রব্য পুশ করায় ৫শ’ কেজি বাগদা চিংড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
শ্যামনগরে অপদ্রব্য পুশ করায় ৫শ’ কেজি বাগদা চিংড়ি জব্দ জব্দ করা বাগদা চিংড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অপদ্রব্য পুশ করার দায়ে ৫০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অপদ্রব্য পুশ করার সময় এসব চিংড়ি জব্দ করা হয়।  

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন।

জব্দকৃত চিংড়ির ম‌ধ্যে অপদ্রব্য পুশ করা ২০০ কে‌জি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অপদ্রব্য পু‌শ করার জন্য রাখা ৩০০ কে‌জি চিংড়ি স্থানীয় ক‌য়েক‌টি এতিমখানায় দেয়া হয়।

ইউএনও মো. কামরুজ্জামান বাংলা‌নিউজ‌কে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এ অভিযান চালানো হয়। ত‌বে, অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই চিংড়ির মা‌লিক পা‌লি‌য়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি।  তার বিরু‌দ্ধে শ্যামনগর থানায় নিয়‌মিত মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।