ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে তথ্যমন্ত্রীর অপসারণ দাবি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ময়মনসিংহে তথ্যমন্ত্রীর অপসারণ দাবি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গড়িমসির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে ময়মনসিংহে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। 

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) একাংশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আতাউল করিম খোকন ও মীর গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় সিনিয়র সাংবাদিক আব্দুল হাসিম, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, এএইচএম মোতালেব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭ 
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।