ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের সহায়তা প্রদানে কক্সবাজারে মিডিয়া সেন্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গাদের সহায়তা প্রদানে কক্সবাজারে মিডিয়া সেন্টার

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে যথাযথ তথ্য প্রচারের সুবিধার্থে কক্সবাজারের জেলা প্রশাসক কমপ্লেক্সে মিডিয়া সেন্টার স্থাপিত হবে।

তথ্য অধিফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তার নেতৃত্বে গণযোগাযোগ অধিদফতরের অধীন কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা মিডিয়া সেন্টারটি পরিচালনা করবেন। প্রয়োজনে চট্টগ্রাম জেলা তথ্য অফিস, লামা ও পটিয়া উপজেলা তথ্য অফিস মিডিয়া সেন্টারের দায়িত্ব পালনে সহযোগিতা করবে।

এ মিডিয়া সেন্টারে টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স এবং কম্পিউটারের সুবিধা থাকবে। এখান থেকে আশ্রয়কেন্দ্রগুলো সংশ্লিষ্ট তথ্যাদি প্রচারের সুবিধার্থে এ সংক্রান্ত বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধান করবেন।

কক্সবাজারের এ মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক ও আরআরসিএ’র প্রধান প্রেস ব্রিফিং করবেন।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) আশ্রয়প্রার্থী মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

সভায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম, পররাষ্ট্র মন্ত্রণায়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহিবুল হোসেন, তথ্য অধিদফতরের সিনিয়র ডিপিআইও (প্রেস) ফায়জুল হক, এ-টুআই’র জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।