ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সাতক্ষীরায় আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে হ্যান্ডক্যাফ পরিহিত অবস্থায় আমজাদ হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
 
পলাতক আমজাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগুনপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি বাংলানিউজকে জানান, স্ত্রী হত্যা মামলায় আমজাদ হোসেন ২০১৬ সালের ১৮ অক্টোবর থেকে কারাগারে ছিলেন। ২২ অক্টোবর এই হত্যা মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত রয়েছে। এ মামলার ধার্য দিন ছিল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)। কিন্তু কি কারণে তাকে বুধবার আদালতে আনা হয় তা জানা যায়নি।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, এমনটি হবার কথা নয়। প্রকৃত ঘটনা তদন্ত করে বের করা হবে।

এদিকে, কোর্ট পুলিশ পরিদর্শক আশরাফুল বারী বাংলানিউজকে বলেন, আমজাদ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।