ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে হত্যা ও অপহরণ মামলার আসামি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সিলেটে হত্যা ও অপহরণ মামলার আসামি আটক হত্যা মামলার আসামি ইদ্রিস আলী ওরফে ইউনুস

সিলেট: সিলেটে হত্যা ও অপহরণের পৃথক মামলার দুই আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার (২০ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।  

অপহরণ মামলায় আটক মোঃ আলমগীর মিয়া (২৮) হবিগঞ্জের চুনারুঘাট জারুলিয়া গ্রামের সিরাজ আলীর ছেলে।

গত ২৩ আগস্ট রাতে মোঃ শাসছুল আলম মালেককে (২৮) অপহরণ করেন আলমগীর ও তার সঙ্গীরা।

গত ২৬ আগস্ট শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের কাছে ভিকটিমকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যান।

এদিকে, সুনামগঞ্জ শহর থেকে ছাতকের বশির হত্যা মামলার (নং ০৪ (১০)০৮) আসামি ইদ্রিস আলী ওরফে  ইউনুসকে (৩৫) আটক করেছে র্যাব। তিনি ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত সমর আলীর ছেলে।

অপহরণ মামলায় আটক মোঃ আলমগীর মিয়া২০০৮ সালের ১ অক্টোবর বড় কাপন মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনুস ও তার সহযোগীরা একই গ্রামের তহুর আলীর ছেলে বশির মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন ইউনুস।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।