ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজার কুলাউড়া উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদরের মনসুর রোড মাগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাওসার জয়পাশা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে বাবার সঙ্গে ওই এলাকার হাজি ইলিয়াছ আলীর বাড়ির নির্মাণ কাজে যায় কাওসার। ঘরের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত মেঝেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ইমরান বাংলানিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সানা উল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।