ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিনামূল্যে চক্ষুসেবা পেল ৩শ’ শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
মাগুরায় বিনামূল্যে চক্ষুসেবা পেল ৩শ’ শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় বিনামূল্যে চক্ষুসেবা পেল ৩শ’ শিক্ষার্থী।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গাংনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোভা ফাউন্ডেশন এবং মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে বিদ্যালয়ের ৩শ’ শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে ৩৫ জনকে চশমা ও ৩০ জনকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।

রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।