ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে জয়নুল উদ্যানের সামনে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ময়মনসিংহে জয়নুল উদ্যানের সামনে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ ময়মনসিংহ জয়নুল উদ্যানের সামনে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের সামনে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিেস্ট্রট মোহাম্মদ ফয়সাল বিন করিম এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

পরে দুপুরে স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, ময়মনসিংহ নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ৬ টি দোকানের কাঁচামাল জব্দ ও জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad