ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের মানবাধিকার ফিরিয়ে দিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রোহিঙ্গাদের মানবাধিকার ফিরিয়ে দিতে বরিশালে মানববন্ধন রোহিঙ্গাদের মানবাধিকার ফিরিয়ে দিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার ফিরিয়ে দিতে এবং তাদের ওপর হত্যা, নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠন ধ্রুবতারার আয়োজনে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির পালন করা হয়।

ধ্রুবতারার বরিশাল বিভাগীয় সহ-সভাপতি রনজিৎ দত্ত’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ নবিন, প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, শাখা বিষয়ক সম্পাদক এইচএম গিয়াস, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহেল।

মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের নাগরিকত্ব দেওয়ার জোরালো দাবি জানান।  

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগ, জেলা এবং বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতারা।  

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।