ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়িয়ায় বাল্যবিয়ে রোধে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ফুলবাড়িয়ায় বাল্যবিয়ে রোধে র‌্যালি ফুলবাড়িয়ায় বাল্যবিয়ে রোধে র‌্যালি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাধাকানাই ইউনিয়নের ফুরকানাবাদ এম আই দাখিল মাদ্রাসার উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার।

 

ইউএনও বলেন, সরকার বাল্যবিয়ে প্রতিরোধে বদ্ধ পরিকর। দরিদ্র পরিবারে সাধারণত বাল্যবিয়ে বেশি হয়ে থাকে। বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।  

বাল্যবিয়ের ঘটনা ঘটলে দ্রুত স্থানীয় প্রশাসনকে তথ্য জানানোরও আহ্বান জানান তিনি।  

বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে একটি র‌্যালি বের হয়। এ সময় র‌্যালিতে শিক্ষার্থীরা বাল্যবিয়েকে ‘না’ সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।