ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেনের আসনের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

বুধবার ( ২০ সেপ্টেম্বর) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সকালে মালয়েশিয়া থেকে আসা বিমানের বিজি ০৮৭ নম্বর ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে।

এর আগেই শুল্ক গোয়েন্দার সদস্যরা বিমানবন্দরে বিশেষ নজরদারি বজায় রাখেন।  

পরে অবতরণের পর প্লেনটি তল্লাশি করে ৭ই আসনের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। তবে এই আসনের কোনো যাত্রী ছিলেন না।
 
মইনুল খান জানান, সোনার বারগুলো কালো, হলুদ ও বাদামি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দু’টি  প্যাকেটে পাওয়া যায়।  পরবর্তীতে কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার সামনে স্কচটেপ মোড়ানো প্যাকেট খুলে ১০ টি করে মোট ২০ টি বার পাওয়া যায়।  

‘বারগুলোর প্রতিটির ওজন ১০০ গ্রাম এবং মোট ওজন ২ (দুই) কেজি।   জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। ’

আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী প্রয়েঅজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০,২০১৭
এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।