ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে তামাক চাষিদের সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
নীলফামারীতে তামাক চাষিদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: দেশের ঐতিহ্যবাহী বিড়ি শিল্পকে ধ্বংস করতে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি খ্যাত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি গভীর ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন রংপুর বিভাগীয় তামাক চাষি-শ্রমিক নেতারা।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বৃহত্তর রংপুর বিভাগ তামাক চাষি সমিতির সাধারণ সম্পাদক মাসুম ফকির।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ সরাসরি বিড়ি শিল্পের সঙ্গে জড়িত।

এ শিল্পকে ধ্বংস করে বিদেশি সিগারেটকে টিকিয়ে রাখতে বিদেশি সিগারেটের উপর থেকে শুল্ক কমিয়ে দেশীয় বিড়ির উপর শুল্ক বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি ২০০৯ থেকে ২০১৩ এ চার অর্থবছরে ১ হাজার ৯২৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এ টাকা পরিশোধ না করতে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি লবিং করে যাচ্ছে। আর বিদেশি এ কোম্পানির প্ররোচণায় সরকারের একটি উচ্চ মহল দেশের ঐতিহ্যবাহী এ শিল্পকে ধ্বংসের পাঁয়তারার ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিকাশ রায়, আব্দুল কুদ্দুস ও আনিছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad