ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
নীলফামারীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নীলফামারী: নীলফামারীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারী সিভিল সার্জন অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান ‍জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।