ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু ও নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু ও নারী আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশু ও এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাবনা শহর বাইপাস থেকে এদের আটক করা হয়।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর উপজেলার রাবনা শহর বাইপাস এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে তাদের আটক করা হয়। ভাষাগত কারণে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা।

আটক নারী আয়শা জানিয়েছে সঙ্গে থাকা শিশু দু’টি তার ছেলে। একজনের নাম আরাফাত (৪) ও অন্যজন আকাশ (২)। পরিচয় সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য তাদের কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।