ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্রাইয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আত্রাইয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. রহমত আলী (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই)।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। রহমত আলী উপজেলার তারানগর গ্রামের গয়ের আলীর ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোরে সবার অজান্তে বাড়ির পাশে আম গাছের ডালে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

রহমত আলী খুলনা কেএমপি পুলিশে চাকরি করতেন। ছুটি নিয়ে তিনি কয়েদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।