ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জ টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড, ৬ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
মুন্সীগঞ্জ টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড, ৬ মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায়  ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, আইডিয়াল টক্সটাইল মিলের ৪র্থ তলায় আটকে পড়া চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঘটনার পারপরই জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার কর্মকর্তাকে আটক করা হয়েছে।

অপরদিকে, জেলা প্রশাসক নিহত শ্রমিকদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭/আপডেট:১৪৫৭  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad