ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
গাজীপুরে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের তেঁতুইবাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তিরর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, গাজীপুর সিটি করপোরেশনের (কাশিমপুর) তেঁতুইবাড়ি এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে পালিয়ে যায়। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। মৃত ব্যক্তির পড়নে সাদা কালো রঙের পেন্ট-র্শাট রয়েছে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।