ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় নিখোঁজ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
পদ্মায় নিখোঁজ কনস্টেবলের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নৌ পুলিশ কনস্টেবল মো. জাহিদ হাসানের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা।
 
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শরোজিৎ কুমার ঘোষ বাংলানিউজকে বলেন, সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মাওয়ার পুরাতন ফেরিঘাট এলাকায় গোসল করতে নেমে তীব্র স্রোতের কারণে নিখোঁজ হোন মো. জাহিদ হাসান।

বুধবার সকালে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কনস্টেবল জাহিদ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। ২০১১ সালের ২২ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৬ মাস আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে মাওয়া নৌ-পুলিশে যোগ দেন তিনি। মরদেহটি তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।