ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বিএনপি নেতা কচি কারগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
দিনাজপুরে বিএনপি নেতা কচি কারগারে

দিনাজপুর: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বখতিয়ার আহমেদ কচিকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন পুলিশ। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে কারাগারে পাঠায় দিনাজপুর কোর্ট পুলিশ।

পুলিশ ৭দিনের রিমান্ড চেয়ে কচিকে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

পরে বিচারক বিশ্বনাথ মন্ডল বুধবার (২০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিমা ভাংচুরের মামলা তদন্তের স্বার্থে আসামি কচিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

পরে রিমান্ড শুনানির দিন ধার্য করে কচিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের কালিতলা নাবিল কাউন্টার সংলগ্ন এলাকা থেকে জেলা কচিকে আটক করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসআইজে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।