ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বতীপুর ডাক বাংলোর কেয়ারটেকার ফেন্সিডিল-ইয়াবাসহ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
পার্বতীপুর ডাক বাংলোর কেয়ারটেকার ফেন্সিডিল-ইয়াবাসহ আটক

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জেলা পরিষদের ডাক বাংলোতে অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিল ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

এ সময় ডাক বাংলো থেকে আরও ৫৫ পিস ভারতীয় থ্রি পিস ও একটি কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা- মেট্রো- গ- ২২-০৮৭৩) জব্দ করা হয়।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার উপজেলার পৌর শহরের ইসলামপুর এলাকার নুর ইসলামের ছেলে ও ডাক বাংলোর কেয়ার টেকার।

দিনাজপুর মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পার্বতীপুর সার্কেল পরিদর্শক গোলাম রব্বানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক আনোয়ার দীর্ঘদিন থেকে ডাক বাংলোতে মাদক সেবন ও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক আনোয়ারের বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।