ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাক্টরের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
কিশোরগঞ্জে ট্রাক্টরের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুইযাত্রী  নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কর্শাকড়িয়ালের ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-রাফি (১৫) ও হাবিবুল্লাহ।

নিহত রাফি কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের সেহড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং হাবিবুল্লাহ একই উপজেলার টানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের বাচ্চু ভূঁইয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, রাতে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কর্শাকড়িয়াল ব্রিকফিল্ড এলাকায় ট্রাক্টরের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী রাফি ও হাবিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশার চালকসহ আরও ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুর রশিদ, কবির, জামাল, ছাফির উদ্দিন ও শংকরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।