ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পীরগঞ্জে দাওয়াত খেয়ে অসুস্থ অর্ধশত বরযাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
পীরগঞ্জে দাওয়াত খেয়ে অসুস্থ অর্ধশত বরযাত্রী ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে অর্ধশতাধিক বরযাত্রী অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ফুড পয়জনিংয়ে  আক্রান্তরা পীরগঞ্জ হাসপাতালে আসতে শুরু করে। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের স্বজনরা জানান, উপজেলার  সিংগারোল গ্রামের আমিনুল হকের ছেলে জাহিদুলের বিয়ের বরযাত্রী হয়ে অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু ১৮ সেপ্টেম্বর বিকেলে একই উপজেলার রনশিয়া গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে যায়। সেখানে সন্ধ্যায় খাওয়া-দাওয়া সেরে কনে নিয়ে বাড়ি ফেরেন বরযাত্রীরা। পরদিন বিকেল থেকে পেটে ব্যথা, পাতলা পায়খানা, মাথা ঘোরা, জ্বরে অসুস্থ বোধ করতে শুরু করে বরযাত্রীরা। এ অবস্থায় তাদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, ফুড পয়জনিংয়ের কারণে এমনটি ঘটতে পারে। তবে ভয়ের কিছু নেই।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।