ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলা গজনবী স্টেডিয়ামে কেরাম, দাবা প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ভোলা গজনবী স্টেডিয়ামে কেরাম, দাবা প্রতিযোগিতা

ভোলা: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী স্কুলপর্যায়ের কেরাম ও দাবা প্রতিযোগিতা।

পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে সোম (১৮ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতা হয়।  

প্রতিযোগিতা শেষে মঙ্গলবার স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির।  

সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হেসেন, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. ফয়ছেল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক হুমায়ুন কবির ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর।

খেলা পরিচালনা করেন মো. ইউসুব, মো. শাহাবুদ্দিন ও তোফাজ্জল হোসেন। প্রতিযোগিতায় ১০টি বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।