ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজা নিয়ে দিনাজপুর পৌর মেয়রের মতবিনিময় সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
দুর্গাপূজা নিয়ে দিনাজপুর পৌর মেয়রের মতবিনিময় সভা দুর্গাপূজা নিয়ে দিনাজপুর পৌর মেয়রের মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনে দিনাজপুর পৌরসভার মেয়র ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দিনাজপুর প্রেসকাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তর কুমার রায়, দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তফা কামাল মুক্তিবাবু, পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিদ্দারাতুল ইসলাম বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, মাকসুদা পারভীন মিনা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা রঞ্জিত কুমার দাস, বিপ্লব সরকার, গৌর চন্দ্রশীল, দিলিপ রায়, হরিজন পল্লীর পূজা উদযাপনের কমিটির নেতা শ্রী রামু প্রমূখ।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের বিভিন্ন দাবি ও সমস্যার তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার মণ্ডল, কর্মকর্তা মো. মজিবর রহমান বাচ্চুসহ পৌরসভার বিভিন্ন শাখা প্রধান প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।