ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
মাধবপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক বিক্রেতাকে ‍তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (‌ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল মতিন (৬০) ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে খেলু মিয়া (৬৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. খায়রুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পৃথকস্থান থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মতিন ও খেলুকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক দুইজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।