ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ৪১৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
মাদারীপুরে ৪১৮টি মণ্ডপে হবে দুর্গাপূজা

মাদারীপুর: হিন্দু ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর মাদারীপুরে ৪১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রাজৈর উপজেলায় রয়েছে ২২৬টি মণ্ডপ। ইতোমধ্যেই মণ্ডপগুলোর প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি জেলার পাঁচটি থানায় আলাদা করে পুলিশের কন্টোল রুম থাকবে বলেও জানানো হয়েছে।

সভায় জেলার চারটি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বাংলানিউজকে বলেন, জেলার সবগুলো মণ্ডপে উৎসব মুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ সার্বক্ষণিক মণ্ডপগুলোর পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা দেবে। যাতে কেউ কোনো ধরনের নাশকতা না করতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।