ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ফেনীতে ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক উদ্ধার ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মাদক উদ্ধার

ফেনী: ফেনীতে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কামারপুকুরিয়া গ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের বাড়িতে তার ছোট ভাই সাইফুদ্দিন লিটনের ঘর থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে জেলা প্রশাসন।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

তিনি জানান, সাইফুদ্দিন লিটন ওরফে প্রকাশ লিট্টা এই উপজেলার মাদকের ডন হিসেবে পরিচিত।

অভিযানে তার ভাইয়ের ঘর ও পেছনের বাগান থেকে উদ্ধার করা হয় কয়েকশ বোতল খালি ফেন্সিডিলের বোতল, ১৩ বোতল ফেন্সিডিল, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ সামগ্রী, দুটি দেশি অস্ত্র। অভিযানের খবর পেয়ে মোবাইল ফোন রেখেই পালিয়ে যান লিটন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক নির্দেশকে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একইদিন আরও অভিযান পরিচালনা করা হয় শর্শদীর সুন্দরপুর গ্রামের পুলিশ খাজুর পুকুরে। এই পুকুর পাড় থেকে আট বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।