ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবসরপ্রাপ্ত ২ অতিরিক্ত সচিবকে পিএসসি’র সদস্য নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
অবসরপ্রাপ্ত ২ অতিরিক্ত সচিবকে পিএসসি’র সদস্য নিয়োগ

ঢাকা: অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নুরজাহান বেগম এবং কাজী সালাহউদ্দিন আকবরকে জনস্বার্থে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি হওয়া আদেশ বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে পিএসসির সদস্য পদে এই দু’জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দুই সদস্যকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।