ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে নিখোঁজের ১২ দিন পর যুবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
হবিগঞ্জে নিখোঁজের ১২ দিন পর যুবক উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জে নিখোঁজের ১২ দিন পর বিলাল হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৭টায় তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্থান্তর করা হয়।

বিলাল হবিগঞ্জ সদর উপজেলার জিকুয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, ৭ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন বিলাল হোসেন। ১৬ সেপ্টেম্বর এ ঘটনায় বিলালের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করে র্যাব।

তিনি আরও জানান, তাকে কেউ অপহরণ করেনি। বাবা মায়ের কাছে টমটম কেনার টাকা না পেয়ে তিনি আত্মগোপন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।