ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে যুব নিখোঁজ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে যুব নিখোঁজ 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সবুজ (২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ধাওয়ায় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের দায়ের আঘাতে ওই যুবকের ভাই ও মামা আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, তেতুলিয়া গ্রামের আলী নেয়াজের সঙ্গে টাকা নিয়ে সবুজের বিরোধ চলছিলো।

এ বিরোধের জের ধরে সবুজকে আলী নেওয়াজের লোকজন ধাওয়া করলে সে আত্মরক্ষার্থে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। এ সময় তাদের দায়ের কুপে আহত হন ওই যুবকের মামা ও ভাই।  

পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ