ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
‘পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে’ নান্দাইল মডেল থানায় পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাম্বলীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি নিরাপত্তায় তৎপর থাকবে।

এছাড়া প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টায় পুলিশি টহল থাকবে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এর আগে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সকাল ১১টায় গৌরীপুর ও দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় একইভাবে স্ব-স্ব উপজেলার পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমএএএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।