ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় আহত দশ বছরের শিশু খোকনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সদর পৌরসভার রেলগেট বাইপাস এলাকার রফিকুলের ছেলে।  

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় প্লাস্টিক কুড়ানোর সময় মালবাহী ট্রাকের ধাক্কায় আহত হয় খোকন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

সেখান থেকে তাকে ৯ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এর পর থেকে ওই ওয়ার্ডেই চিকিৎসা চলছিল খোকনের। ট্রাকের ধাক্কায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। কিন্তু বিকেলে চিকিৎসাধীন খোকনের মৃত্যু হয়।
 
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী জানান, বাইপাস রেলগেট সড়কের পাশে প্লাস্টিক কুড়ানোর সময় রাজশাহীগামী (ঢাকা মেট্রো-ট-১৮-২২৬১) একটি ট্রাক মহাসড়ক থেকে নিচে নেমে শিশুটিকে ধাক্কা দেয়।  

এতে মাথায় গুরুতর আঘাত লাগে খোকনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় চালক ও হেলপারকে আটক না করতে পারলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad