ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের গণহত্যা-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গাদের গণহত্যা-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন রোহিঙ্গাদের গণহত্যা-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

বগুড়া: মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়ার শাজাহানপুর কমিটি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে মাঝিড়া বটতলায় এ কর্মসূচি পালন করা হয়।
 
কর্মসূচিতে সুজন’র শাজাহানপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মতিউর রহমান শিশু সরকার, উপদেষ্টা রফিকুল ইসলাম, আব্দুল মতিন মেম্বার, কার্যনির্বাহী কমিটির সভাপতি সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংবাদিক মেছবাহুল আলম, শাহিন আলম, সাধারণ সম্পাদক ডা. আনিছার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম দুদু প্রমুখ বক্তব্য রাখেন।


 
বক্তারা মিয়ানমার সরকারের প্রতি রোহিঙ্গাদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে অবিলম্বে তাদেরকে ফিরিয়ে নিয়ে নাগরিক অধিকার দেওয়ার দাবি জানান। পাশাপাশি মিয়ানমার সরকার যাতে জুলুম-নির্যাতন বন্ধ করে নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বাধ্য হয় সেজন্য বিশ্ব নেতাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad