ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

শেরপুর: শেরপুরে শিশু (১১) ধর্ষণ মামলায় মো. নেইলা মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলেহ উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।  

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ জুন জেলার নালিতাবাড়ি উপজেলার বাইটকামারি দিকপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে নেইলা এক প্রতিবেশীর শিশুকন্যাকে গাছ থেকে ডেউয়া পেরে দেয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান।

এরপর তিনি মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যান। ১২ জুন মেয়েটির মা বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেন। এরপর একই বছরের ২৪ এপ্রিল আদালতে মামলার চার্জশিট দেয় পুলিশ। এর প্রেক্ষিতে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম কিবরিয়া বুলু বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।