ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে তিন মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
কিশোরগঞ্জে তিন মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে এক মাদক ব্যবসায়ী এক বছর ও দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এ দণ্ডাদেশ দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নূরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের বাসিন্দা আলাল মিয়া, ওমর সিদ্দিক একই উপজেলার যশোদল মধ্যপাড়া এবং মো. ওবায়দুল্লাহ যশোদল দামপাটুলি গ্রামের বাসিন্দা।

নূরুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার গাগলাইল গ্রামের আলাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় চার পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad